আমাকে পেতে

Follow rafee_rockz on Twitter

পৃষ্ঠা

Total Pageviews

Created By Faiad Iftikhar Rafee. Powered by Blogger.

জনকপ্রিয় পোস্ট

ভিজিটর গননা

Thursday, January 20, 2011

postheadericon যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পক...

আমার আজকের এই পোস্ট এর বিষয় হলো কিভাবে অতি অল্প সময়ে আপনি ফেসবুকে হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠাবেন।তো আর সময় নষ্ট না করে চলুন দেখে নেয়া যাক পোস্টটি।



ডাউনলোড করুন Facebook Blaster Pro

আপনি অটোমেটিক ভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠাতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে Facebook Blaster Pro নামের একটি সটওয়্যার।দাম মাত্র $৫০ ডলার!

 আরে নাহ ঘাবড়ানোর কিছু নাই।আমি আপনাদেরকে এই সফটওয়্যারটাই দেব সম্পূর্ণ ফ্রীতে।আর সফটওয়্যারটি ফ্রীতে ডাউনলোডের জন্য চলে যান এই লিংকে
এবার সফটওয়্যারটি ডাউনলোড করুন।ডাউনলোড করা হয়ে গেলে আনজিপ করুন।এবার সফটওয়ারটি ইনস্টাল করুন এবং সাথে থাকা TXT ফাইল থেকে Facebook Blaster Pro এর সিরিয়াল কী দিয়ে এক্টিভ করে নিন।আর মওকুফ পান ৫০ ডলার।

এবার আসি প্রধান কাজে

ডাউনলোড তো হয়ে গেলে।প্রিমিয়াম সফটওয়্যার ও রেডি।এবার কাজের পালা।
প্রথমে Facebook Blaster Pro চালু করুন।এখানে আপনি সফটওয়্যরের ২টি অংশ দেখতে পাবেন।

 বামে যে অংশটি রয়েছে সেটি হল সফটওয়্যারের আর ডান দিকেরটি হলো ব্রাউজার।আপনাকে ২দিকেই কাজ করতে হবে।
এবার আপনি আপনার ফেসবুকের লগইন ইমেল ও পাসওয়ার্ড দিয়ে Login বাটনে ক্লিক করুন।

আর বারবার লগইন করা থেকে মুক্তি পেতে Save New বাটনে ক্লিক করে আপনার ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন।
লগইন হয়ে গেল।এবার আপনি যদি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে চান তাহলে ব্রাউজার থেকে যেকোন নাম লিখে সার্চ করুন।এবার যে পেজ আসবে তার একদম নিচে থেকে
 see more resultএ ক্লিক করে আপনি আরো অনেক ফ্রেন্ডের লিস্ট আনতে পারেন।আপনার ফ্রেন্ড রিকুয়েস্টের পেজ ওকে। এবার আপনি বায়ের দিক থেকে “Gather ID” ট্যাবে ক্লিক করুন।ওখানে থেকে Gather ID তে ক্লিক করুন।দেখবেন বাম পাশে ঐ পেজে থাকা সকল ফ্রেন্ডের একাউন্টের আইডি চলে এসেছে।

 এবার Import List ID To থেকে Friend Request মেনু সিলেক্ট করে Import বাটনে ক্লিক করুন।
এবার Friend Request অপশন আসবে।এখানে যে বক্স আছে সেখানে আপনি যদি রিকুয়েস্টের সাথে কোন মেসজ পাঠাতে চান তাহলে তা লিখুন।
 আর এই লেখার যেকোন স্থানে যদি আপনি $$NAME$$ ভ্যালুটি টাইপ করেন তাহলে মেসেজ এ অটোমেটিক ভাবে ইউজারের নামটি ইনপুট হবে।এবার আপনি “start” বাটনে ক্লিক করুন।
ব্যস আপনার কাজ শেষ।এবার কেবল অপেক্ষার পালা।সফটওয়্যারটি অটোমেটিক ভাবে সবগুলো আইডিতেই আপনার হয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দেবে। আপনি একইভাবে ওয়াল পোস্ট ও মেসেজ পাঠাতে পারেন।আপনি যদি আপনার নিজের ফ্রেন্ডদের মেসেজ বা ওয়াল পোষ্ট করতে চান তাহলে “Gather ID” ট্যাব থেকে “My Friends” ক্লিক করুন।
 তাহলে আপনি আপনার ফ্রেন্ডের লিস্টের পেজ এ চলে যাবেন।এবার আগের মত করে Gather ID করুন আর Import List ID To থেকে পছন্দ মত Friend Request,Messenger, বা Wall post সিলেক্ট করে মাত্র ১ ক্লিকেই তা সবার কাছে পাঠিয়ে দিন।

আরো ফ্রী হিসাবে পাচ্ছেন কিছু জটিল টিপস

১।ফেসবুকে একদিনে ২৫০ জনের বেশি ফ্রেন্ড রিকুয়েস্টা পাঠানো যায় না।সম্ভব হলে ২০০ এর বেশি একদিনে পাঠাবেন না।এতে করে একাউন্ট ব্যান হবার কোন আশংকা আর থাকবে না।
২।আপনার যদি ৫০০ ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের পেজে প্রথমে প্রথম ৫০ জনের লিস্ট আসবে।আপনি যদি সবাইকে একসাথে মেসেজ বা ওয়াল পোসট পাঠাতে চান তাহলে আপনি পেজের নিচের দিকে এসে see more result এ ক্লিক করে

সবগুলো ফ্রেন্ডের লিস্ট নিয়ে আনুন।তার পর “Gather ID তে ক্লিক করুন।
৩।দ্রুত করে ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠানোর জন্য নিচের পদ্ধতি অনুসরন করতে পারেন
প্রথমে Setting ট্যাব এ যান।এবার নিচের দেখানো স্ক্রীণ শটের মত করে সব কিছু ইনপুট করুন।আর কিছুই করা লাগবে না।

৪।আপনার নেট স্পীড যদি কম হয় কিংবা আপনি যদি লিমিটেড ইন্টারনেট ইউস করে থাকেন তাহলে এই টিপসটি অনুসরন করুন।
আপনার ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ওপেন করে এর “Tools &gt
; Internet Option মেনুতে যান।Internet Option” মেনু ওপেন হবার পর Advance ট্যাবে যান।
এবার এখান থেকে Multimedia তে যেসব টিক দেয়া আছে তার সবগুলো টিক আনচেক করুন।
 Apply ও Ok করে বের হয়ে আসুন।এতে করে ব্রাউজিং করার সময় কোন ইমেজ লোড হবে না।ফলে একদিক থেকে যেমন পেজ দ্রুত লোড হবে অন্য দিক থেকে আপনার ইন্টারনেটের ব্যান্ডউইথের ব্যবহার ও কমবে।
এই পোস্ট  সজীব ভাই  এর এবং সেরা পোস্ট

0 মন্তব্য(সমূহ):